জীবন বীমা কর্পোরেশন নিয়োগ আবেদনের নিয়মাবলি
১. জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট (http://jbc.teletalk.com.bd)-এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে Online এ রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২.অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে।
আবেদনের সময়সীমা
জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭/০২/২০২৫ খ্রিঃ, সকাল: ১০.০০ ঘটিকা। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮/০৩/২০২৫ খ্রিঃ, বিকেল: ০৫.০০ ঘটিকা পর্যন্ত।নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ছুটির দিনসহ ২৪ ঘন্টা অনলাইনে আবেদন ও ফি জমা করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ টাঃ ২০০/-, টেলিটকের কমিশন (১০% =২০/-) ও কমিশনের উপর ভ্যাট (১৫%=৩/-)সহ প্রত্যেক প্রার্থীকে সাকুল্যে টাঃ ২২৩/- (দুইশত তেইশ টাকা) জমা দিতে হবে।
আবেদনের বয়সসীমা
জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।
কর্মরত প্রার্থীর আবেদন
জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সরকারি/আধা-সরকারি সংস্থা ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে। অনুমতির মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
Jiban Bima Corporation Job এর Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক সম্প্রতি (দুই মাসের মধ্যে) তোলা রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) সর্বোচ্চ 60 KB Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটার স্ক্রিনে ছবিসহ Application Preview দেখা যাবে।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
নির্ভুলভাবে জীবন বীমা কর্পোরেশন আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রিন্ট অথবা Download করে প্রার্থী সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Jiban Bima Corporation Job Circular 2025 এ User ID ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি (৬ নং শর্তানুসারে) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে।
উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: JBC
Example: JBC ABCDEF send to 16222
Reply: Applicant’s Name, Tk-223 will be charged as application fee.
Your PIN is 12345678 to pay fee, type JBC
দ্বিতীয় SMS: JBC
Reply: Congratulations! Applicant’s Name, payment. completed successfully for examination fee.
User ID is (xxXXXXXX) and password (xxxxxXXX).
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS-এ Password পাবেন। এই Password টি প্রবেশপত্র ( Admit Card) Download এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন
প্রবেশপত্র প্রাপ্তি
জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://jbc.teletalk.com.bd এ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
পরীক্ষার সময়
Jiban Bima Corporation Job Circular 2025 এ Online আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এছাড়া নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.jbc.gov.bd ওয়েবসাইট ও নোটিশ বোর্ড হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
জীবন বীমা কর্পোরেশন আবেদনে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদের সম্প্রতি (দুই মাসের মধ্যে) তোলা রঙিন ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ- এর কপি, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকৃতদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র (সর্বশেষ পরিপত্র অনুযায়ী),
মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সম্বলিত প্রত্যয়ন, অন্যান্য কোটায় আবেদনকৃতদের সংশ্লিষ্ট সনদপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রের ১(এক) সেট মূল কপি ও ১ (এক) সেট ফটোকপি (সত্যায়িত) সহ Online-এ আবেদনের প্রিন্ট কপি (Applicant’s Copy) মৌখিক পরীক্ষার দিন মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১(এক) ঘন্টা পূর্বে দাখিল করতে হবে।
দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে পত্রিকায়, কর্পোরেশনের নিজস্ব ও আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময় বিভাগীয় প্রার্থী (জীবন বীমা কর্পোরেশনে কর্মরত) কর্তৃক বিভাগীয় প্রার্থীর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনের সংশ্লিষ্ট অংশ পূরণ করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
২। Jiban Bima Corporation Job Circular 2025 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী কালার প্রিন্ট করে নিবেন। প্রার্থীকে এই প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
৩। টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Jiban Bima Corporation Job আবেদনের নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলেঃ JBC
Example: JBC Help User ABCDEF & Send করতে হবে ১৬২২২ নম্বরে।
PIN Number জানা থাকলেঃ JBC
Example: JBC Help PIN 12345678 & Send করতে হবে ১৬২২২ নম্বরে।
৪। প্রার্থীকে তার User ID ও Password ব্যবহার করে ছবি ও স্বাক্ষর সংবলিত প্রবেশপত্র (Admit Card) Download করতে হবে অনলাইন ছাড়া আলাদাভাবে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
৫।প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি.এ/ডিএ প্রদান করা হবে না।
৬। সরকার নির্ধারিত সকল কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে।
৭। কর্তৃপক্ষ যে কোন পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তের সাথে সাংঘর্ষিক আবেদনপত্র এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি কিংবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৮। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
ডিক্লারেশন
জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক জীবন বীমা কর্পোরেশন নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য এবং প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
Jiban Bima Corporation Job এ Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে ১২১ নাম্বারে কল করুন অথবা vas.query@teletalk.com.bd এবং malekibc99@gmail.com এ ইমেইল করুন; (Mail এর subject Organization Name :JBC, Post Name: ********, Applicant’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Jiban Bima Corporation Job Circular 2025